শিরোনাম
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হলান্ডের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর থেকে দুর্দান্ত গতিতে ছুটছেন নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ড। একের পর এক গোল করেই চলেছেন তিনি। এরই মধ্যে লিগে ১৯ ম্যাচে করেছেন ২৫ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন।

নিউক্যাসলের অ্যান্ডি কোল (১৯৯৩-৯৪ মৌসুমে ৩৪ গোল) এবং ব্ল্যাকবার্ন রোভার্সের অ্যালান শিয়ারার (১৯৯৪-৯৫ মৌসুমে ৩৪ গোল)। এরপর রেকর্ডের খুব কাছে গিয়েছিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ (২০১৭-১৮ মৌসুমে ৩২ গোল)।

২৯ বছরের পুরনো ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটা নিজের করে নিতে পারেন হলান্ড চলতি মৌসুমেই। তবে ইংলিশ ক্লাব ফুটবলে প্রথম বিভাগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ৯৫ বছর ধরে ডিক্সি ডিনের নামের পাশে লেখা আছে। ডিক্সি ডিন ১৯২৭-২৮ মৌসুমে এভারটনের জার্সিতে করেছিলেন ৬০ গোল। এই রেকর্ডটা এরপর আর কেউই স্পর্শ করতে পারেননি। ১৯৮০ সালে মৃত্যুর আগে ডিক্সি ডিন বলেছিলেন, যে ব্যক্তি পানির ওপর দিয়ে হাঁটতে পারবে কেবল সেই রেকর্ডটা ভাঙতে পারবে। হলান্ডই কি সেই ব্যক্তি! যে গতিতে ছুটছেন তিনি, ডিক্সি ডিনের রেকর্ডটা নিজের করে নিতে পারেন এই নরওয়েজিয়ান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর