মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ফেডারেশন কাপ

কোয়ার্টার ফাইনালের ভেন্যু নিয়ে রহস্য

ক্রীড়া প্রতিবেদক

১৯৮০ সালে শুরুর পর থেকে ফেডারেশন কাপ মৌসুমের প্রথম টুর্নামেন্ট ছিল। ঘরোয়া ফুটবলের এ আসরকে লিগের প্রস্তুতিই বলা হতো। ৪৩ বছর পর এবার ফেডারেশন কাপের নতুনত্ব এসেছে। পেশাদার লিগ চলা অবস্থায় টুর্নামেন্ট হচ্ছে। ইউরোপের ফুটবল অনুসরণ করে বাফুফে এ উদ্যোগ নিয়েছে। যদিও ক্লাবগুলোর কিছু সমস্যা হচ্ছে। তারপরও প্রশংসিত হচ্ছে ফেডারেশন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে ফেডারেশন কাপের সিস্টেম নিয়ে। তিন গ্রুপে বিভক্ত হয়ে লিগের ১১টি ক্লাবই অংশ নিচ্ছে। এ ও বি গ্রুপে চারটি করে দল থাকলেও ‘সি’ গ্রুপে খেলছে তিনটি দল।  ফিকশ্চার অনুযায়ী গ্রুপ পর্বের খেলা ২  মে শেষ হবে। সেদিন ঢাকা আবাহনী ও শেখ রাসেল গোপালগঞ্জে মুখোমুখি হবে। দুদলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। অপেক্ষা গ্রুপ চ্যাম্পিয়নের। আগে ফিকশ্চারে তুলে ধরা হতো কোয়ার্টার বা সেমিফাইনালে দলগুলো কি পদ্ধতিতে খেলবে। এবার অবস্থা এতটা জটিল ছিল ক্লাবগুলো জানতো না গ্রুপ পর্বের পর কোয়ার্টার না সেমিফাইনাল হবে। তবে সেরা আট দল কোয়ার্টার ফাইনাল খেলবে তা নিশ্চিত। কিন্তু কে কার বিপক্ষে লড়বে তা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তাছাড়া কোয়ার্টার ফাইনালের ভেন্যু নিয়েও বাফুফে নীরব। নক আউট পর্বে দলগুলো কোথায় খেলবে তা জানানোটা কি জরুরি ছিল না! শোনা যাচ্ছে বিশেষ এক ক্লাবের খেলা শেষ হলেই ফেডারেশন কোয়ার্টার ফাইনালের ভেন্যু ঘোষণা করবে। প্রশ্ন উঠেছে কাউকে বিশেষ সুবিধা দিতেই কি বাফুফে নীরব।

 

সর্বশেষ খবর