শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মিডল অর্ডারের ভাবনায় স্কোয়াডে হৃদয়

ক্রীড়া প্রতিবেদক

মিডল অর্ডারের ভাবনায় স্কোয়াডে হৃদয়

বিপিএলের পুরোটা আসর তৌহিদ হৃদয়কে খুব কাছ থেকে দেখেছেন মাশরাফি বিন মর্তুজা। ২০ ওভারের টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তৌহিদ খেলেছেন সিলেট স্ট্রাইকার্সে। দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ব্যাট হাতে। ওপেন, নয়তো তিন নম্বরে ব্যাটিং করেছেন। রান করেছেন ১২ ম্যাচের ১২ ইনিংসে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩। সর্বোচ্চ অপরাজিত ৮৫। হাফসেঞ্চুরি ৫টি। যার প্রথম ৩টি টানা এবং শেষ দুটিও টানা। ম্যাচসেরা হয়েছেন ৪ বার।  নতুন বলে তার এ পারফরম্যান্সে নজর কেড়েছে নির্বাচক প্যানেলের। সে জন্য আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে সুযোগ পেয়েছেন। অথচ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, তৌহিদকে দলে নেওয়া হয়েছে মিডল অর্ডার বিবেচনায়, ‘বিপিএল আলাদা ফরম্যাটের খেলা। আমরা চাচ্ছিলাম ওয়ানডে দলে মিডল অর্ডারে একজন এরকম ব্যাটসম্যান নিতে। হৃদয় ভালো স্পিন খেলতে পারে। এক-দুই করে নিয়ে রান বাড়াতে পারে।’ অথচ বিপিএলে তৌহিদ খেলেছেন আপার অর্ডার হিসেবে।

‘ছেলেটাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়। এমন না হয় নিয়ে আবার রান না করলে ফেলে দেওয়া হয়।’  

 -মাশরাফি

স্পিন ভালো খেলেন। এক, দুই রান করে স্কোর বোর্ড সচল রাখেন। অথচ দলে মিডল অর্ডারে রয়েছেন তিন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ। শুধু যুব বিশ্বকাপ খেললেও ‘এ’ দলে খেলেননি। অবশ্য এইচপি দলে খেলেছেন। অভিজ্ঞতা ১৩ প্রথম শ্রেণির ম্যাচ। রান করেছেন ৪১.৫৫ গড়ে ৭৪৮। সেঞ্চুরি দুটি এবং হাফসেঞ্চুরি ৪টি। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪৫টি। রান করেছেন ১৫৪৭ এবং ৪৯ টি-২০ ম্যাচে রান করেছেন ১১২৬। চলতি বিপিএলে ৫টি হাফসেঞ্চুরি করলেও শূন্য করেছেন ৩টিতে। দুই অঙ্কের রান করেননি ৫ ম্যাচে। তাই তার সতীর্থ ও দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফির মনে হয়েছে একটু আগেই তৌহিদকে জাতীয় দলে নেওয়া হয়েছে, ‘তৌহিদ হৃদয় ইজ ভেরি আর্লি স্টেজ। আমাকে যদি বলেন... আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। ভেরি আর্লি স্টেজ। একটা দেশের জাতীয় দলে তাদের সেরা পাঁচজন বোলার থাকবে। আমি আশা করি না ও এসেই... ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত তৌহিদ হৃদয়ের কাছ থেকে। ছেলেটাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়। আমার মতামত দিচ্ছি। এমন না হয় নিয়ে আবার রান না করলে ফেলে দেওয়া হয়।’

ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে। ঘরের মাঠে হলেও তাদের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে তামিম ইকবালদের। গ্রোইন ইনজুরিতে ভারতের বিপক্ষে খেলেননি তামিম। ইংল্যান্ড সিরিজে ফিরেছেন। ১৫ সদস্যের স্কোয়াডে তৌহিদ একমাত্র নতুন মুখ। তাকে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক, ‘বিপিএলে ভালো খেলেছে। এর আগে আমাদের এইচপিতে, ‘এ’ দলে অনেক ভালো খেলেছে। বিপিএলের আগে থেকেই আমাদের ভাবনায় ছিল। এইচপিতে নার্সিং করেছি না? তিন বছর ধরেই তো ওকে রাখা হয়েছে নানা জায়গায়। এইচপিতে আমরা ওকে মিডল অর্ডারেই খেলিয়েছি।’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ১ মার্চ। সিরিজের প্রথম দুই ওয়ানডে ১ ও ৩ মার্চ মিরপুরে এবং চট্টগ্রামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডে। তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি চট্টগ্রামে ৯ মার্চ এবং ১২ ও ১৪ মার্চ মিরপুরে দুটি ম্যাচ।

সর্বশেষ খবর