সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে হবে : বাটলার

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট বা টি-২০ তে ভয়ংকর না হলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অসাধারণ। আর নিজেদের মাঠ হলে তো তামিম-সাকিবদের ফেবারিট মানতেই হবে। কথাগুলো বললেন সফররত বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিন ওয়ানডে সিরিজে প্রথমটি অনুষ্ঠিত হবে ১ মার্চ। সিরিজ শুরুর আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন বাটলার। তিনি বলেন, কয়েক মাস পরই ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে ম্যাচে বাংলাদেশ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে কঠিন পরীক্ষা দিতে হবে আমাদের। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে বাংলাদেশ দারুণ দল। সাকিব, তামিম, লিটন, মুশফিকদের বিপক্ষে লড়াই করাটা বড় চ্যালেঞ্জের।

ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা পরীক্ষা দিতে চাই। বিশ্বকাপের আগে এ ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই।’

সর্বশেষ খবর