মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আন্তর্জাতিক স্কোয়াশ শুরু চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক

আজ থেকে চিটাগং ক্লাবে শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে মিসর, মালয়েশিয়া, হংকং, শ্রীলঙ্কা, কুয়েত ও ভারতের খেলোয়াড়রা। মোট ৩২ জন স্কোয়াশ খেলোয়াড় লড়াই করবেন। মিসরের ইব্রাহিম এলকাবানি শীর্ষ বাছাই হিসেবে অংশ নিচ্ছেন। বিশ্ব স্কোয়াশ র‌্যাঙ্কিংয়ে তিনি ৮২ নম্বরে অবস্থান করছেন। এ ছাড়া তার স্বদেশি সাইফ খেলবেন টুর্নামেন্টে (৮৩ নম্বর র‌্যাঙ্কিং)। বাংলাদেশের স্কোয়াশ খেলোয়াড় শহীদ, সুমন, রনি ও মাসুম ছাড়াও আছেন আমিনুল, সায়মন, পারভেন ও সৈকত। মালয়েশিয়ার রাহুল, কুয়েতের আলতামি, ভারতের সন্দীপ ও শ্রীলঙ্কার রবীন্দ্রশ্রীও অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ মার্চ।

সর্বশেষ খবর