বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এবার বিশ্বকাপে পদকের স্বপ্ন

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ ও এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ। গতকাল পল্টনের ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ট্রফি হাতে দলের অধিনায়ক তুহিন তরফদার এবং টুর্নামেন্টসেরা মিজানুর রহমান জানালেন আরও বড় স্বপ্ন জয়ের ইচ্ছের কথা।

ম্যান অব দ্য ফাইনাল তুহিন তরফদার বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স হয়ে দারুণ আনন্দিত। এবার আরও বড় কিছু অর্জন করতে চাই। বিশ্বকাপে এবং এশিয়ান গেমসে অন্তত একটা পদক হলেও নিয়ে আসতে চাই।’ টুর্নামেন্টসেরা মিজানুর রহমান আরেকটু নির্দিষ্ট করে বললেন, ‘আমরা বিশ্বকাপ এবং এশিয়ান গেমসে রুপার পদক জিততে চাই।’ রুপার পদক জিততে হলে ভারত ও ইরানের মতো দলকে হারাতে হবে। কাবাডিতে এখন ওরাই সেরা দল। তুহিন ও মিজান দাবি করেন, ভারত ও ইরানের মতো দলকেও হারানোর শক্তি এখন বাংলাদেশের আছে।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। একসময় গ্রামে-গ্রামে গুঞ্জরিত হতো ‘কাবাডি, কাবাডি’ শব্দ। ছেলেরা যেখানে-সেখানে কোর্ট বানিয়ে খেলতে শুরু করত।

সর্বশেষ খবর