সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আর্সেনালের সামনে কঠিন পথ

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ বছর ধরে শিরোপার দেখা পায় না আর্সেনাল। ২০০৩-০৪ মৌসুমে শেষবার লিগ শিরোপা ঘরে তুলেছে গানাররা। এরপর শিরোপা লড়াইয়ে ম্যানইউ, ম্যানসিটি, চেলসির সঙ্গে আর পারেনি তারা। দীর্ঘদিন পর লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আর্সেনাল। চলতি মৌসুমে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে তারা। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৬৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আট পয়েন্টে এগিয়ে আর্সেনাল। লিগে ম্যাচ বাকি আর্সেনালের ৯টি। ম্যানসিটির ১০টি। সামনে আর্সেনালের কঠিন তিনটি ম্যাচ আছে। লিভারপুল (৯ এপ্রিল), ম্যানসিটি (২৬ এপ্রিল) ও চেলসির (২৯ এপ্রিল) মুখোমুখি হবে তারা। ম্যানসিটিরও কঠিন ম্যাচ আছে। তবে পেপ গার্ডিওলার দল আছে দুর্দান্ত ফর্মে। শনিবার তারা লিভারপুলকে হারিয়েছে ৪-১ গোলে। আর্সেনাল সমান ব্যবধানে হারিয়েছে লিডসকে। শিরোপা লড়াইটা এখনো বেশ কঠিন আর্সেনালের জন্য।

সর্বশেষ খবর