স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত গতিতে শিরোপার দিকে ছুটছে বার্সেলোনা। ২৭ ম্যাচে বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। রিয়াল মাদ্রিদ ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। ১২ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। গতবার লা লিগা জয় করেছে রিয়াল মাদ্রিদ। তবে শিরোপা ফের হাতে নিতে যাচ্ছে বার্সেলোনা। রবিবার ৬-০ গোলে রিয়াল ভ্যায়াদলিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। এ ছাড়া একটি করে গোল করেন রদ্রিগো, আসেনসিও এবং ভাজকুয়েজ। চলতি মৌসুমে লা লিগায় ১৪টি গোল করেছেন করিম বেনজেমা। তালিকার দুই নম্বরে আছেন তিনি। ১৭ গোল করে শীর্ষে আছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। রবিবার জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। তারা ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। অ্যাটলেটিকোর পক্ষে গোলটি করেন অ্যাঞ্জেল কোরেয়া। ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে অ্যাটলেটিকো।