বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হলান্ডের রেকর্ডে উড়ছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

হলান্ডের রেকর্ডে উড়ছে ম্যানসিটি

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জয়ের কাছাকাছি এসেছিল পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। কিন্তু টমাস টুখেলের চেলসির কাছে হেরে অধরা রয়ে যায় শিরোপা। গার্ডিওলা এখনো ম্যানসিটির কোচ। চেলসি ছেড়ে টুখেল নাম লিখেছেন বায়ার্ন মিউনিখে। পরশু রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে টুখেল দেখলেন গার্ডিওলার ম্যানসিটির দুরন্ত ফুটবল। দেখেছেন আর্লিং হলান্ডের স্বপ্নের ফুটবল। স্বপ্নীল ফুটবল খেলে হল্যান্ড নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পরশু রাতে জার্মান পাওয়ার হাউস বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে হলান্ড শুধু নিজে গোল করেননি। আরও দুটি করিয়েছেন। গোলটি করে তিনি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে ‘অলটাইম গ্রেট স্কোরার।’ সব আসর মিলিয়ে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে হলান্ডের গোল সংখ্যা ৪৫টি। তিনি পেছনে ফেলেছেন প্রিমিয়ার লিগের দুই কিংবদন্তি ম্যানচেস্টার সিটির ভ্যান নিস্টলরয় ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে। এক মৌসুমে দুজনে ৪৪ গোল করেছিলেন ৫২ ম্যাচে। ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আগামী বুধবার। দিনের আরেক ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ২-০ গোলে হারিয়েছিল বেনফিকাকে।     

বুরুশিয়া ডর্টমুন্ড থেকে চলতি মৌসুমে ম্যানসিটিতে যোগ দেন আর্লিং হলান্ড। যোগ দেওয়ার পর থেকেই গোলের বন্যায় ভাসছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। শিষ্যের গোল স্কোরিং সামর্থ্য দেখে মুগ্ধ কোচ গার্ডিওলা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে হলান্ড গোল করেছেন ৪২টি। প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে গোল ২৮, চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ১০, এফএ কাপে ৩ এবং লিগ কাপে গোল করেছেন একটি। গোলবন্যায় ভাসলেও এখন পর্যন্ত এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করে সবার ওপরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০১১-১২ মৌসুমে ক্লাব ফুটবলে এক মৌসুমে সর্বাধিক ৭৩ গোলের অনন্য রেকর্ড গড়েছিলেন মেসি। লা লিগায় এক মৌসুমে ৩৭ ম্যাচে গোল করেছিলেন ৫০টি। হলান্ড কী পারবেন মেসিকে টপকাতে?

২০১৭ সালের পর চ্যম্পিয়ন্স লিগে এত বড় ব্যবধানে কখনো হারেনি বায়ার্ন মিউনিখ।

 

 

সর্বশেষ খবর