রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শেষ রাউন্ডের অপেক্ষায় ক্লাবগুলো

ক্রীড়া প্রতিবেদক

শেষ রাউন্ডের অপেক্ষায় ক্লাবগুলো

১২ দলের ঢাকা প্রিমিয়ার লিগের ‘লিগ পর্ব’ প্রায় শেষ। আজ ও আগামীকাল লিগের শেষ রাউন্ড। ১০ রাউন্ডে খেলা শেষে সুপার সিক্স প্রায় চূড়ান্ত। ষষ্ঠ দলের লড়াইয়ে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন। শেষ রাউন্ডে দুই দলের হার-জিতে চূড়ান্ত হবে ষষ্ঠ দল হিসেবে কোন দলটি সুপার সিক্সে খেলবে। সুপার সিক্স নিশ্চিত করা পাঁচ দল- আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ড অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ও মোহামেডান। আজ আবাহনী বিকেএসপি-৪ নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ সিটি ক্লাব, মিরপুর স্টেডিয়ামে খেলবে প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ লিজেন্ড অব রূপগঞ্জ। আগামীকাল রূপগঞ্জ টাইগার্সের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, গাজী গ্রুপের প্রতিপক্ষ শাইনপুকুর এবং মোহামেডান খেলবে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে। লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন আবাহনীর বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম। ১০ ম্যাচে ১০২.৭১ গড়ে ৭১৯ রান করেছেন নাইম। সেঞ্চুরি করেছেন মোহামেডানের বিপক্ষে অপরাজিত ১১০। বাকি ৯ ইনিংসের মধ্যে হাফসেঞ্চুরি ৭টি এবং দুটি ইনিংস চল্লিশের ঘরে। দুটোই ৪৩ রানের ইনিংস। টানা ৫ ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন বাঁহাতি নাইম। এনামুল হক বিজয়ের রান ৮০.৩৭ গড়ে ৬৪৩। সবচেয়ে বেশি ২০ উইকেট নিয়েছেন ভারতীয় অফ স্পিনার পারভেজ রসুল। ১৯ উইকেট নিয়েছেন ডান হাতি মিডিয়াম পেসার রবিউল হক। মোহাম্মদ সাইফুদ্দিনের উইকেট ১৮টি।

সর্বশেষ খবর