শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

৭৬ বলে নিগারের অপরাজিত ১০০

ক্রীড়া প্রতিবেদক

৭৬ বলে নিগারের অপরাজিত ১০০

নিগার সুলতানা যখন ব্যাটিং করতে নামেন, তখন রূপালী ব্যাংকের ইনিংসের ২৬ ওভার শেষ। বাকি  ছিল ২৪ ওভার। এ সময়েই জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মহিলা প্রিমিয়ার ক্রিকেট লিগে সেঞ্চুরি করেন। ৮ রানের আক্ষেপে পুড়ছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ফারজানা হক পিংকি। সেঞ্চুরি করতে শেষ ৩ বলে নিগারের দরকার ছিল ৯ রান। চতুর্থ ও পঞ্চম বলে দুই চারে পৌঁছে যান ৯১ থেকে ৯৯ রানে। ৫০ নম্বর ওভারের শেষ বলে সুইপ খেলে লিগের প্রথম সেঞ্চুরি তুলে নেন রূপালী ব্যাংকের নিগার সুলতানা। তিনি ১০০ রানে অপরাজিত থাকেন ৭৬ বলে ১২ চারে। ফারজানা অপরাজিত ছিলেন ৯২ রানে। লিগের প্রথম ম্যাচে নিহারের সেঞ্চুরি ও ফারজানা নার্ভাস নাইনটিজের ইনিংসে রূপালী ব্যাংক ১৪৮ রানে হারিয়েছে গুলশান ইয়ুথকে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রূপালী ব্যাংকের সংগ্রহ ছিল ৫০ ওভারে ২ উইকেটে ২৮৬ রান। জবাবে গুলশান সংগ্রহ করে ৫০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান। নিগার প্রথম ৫০ রান করেন ৪৪ বলে এবং পরের ৫০ রান করেন ৩২ বলে। ফারজানা ৯২ রানের ইনিংস খেলেন ১০৭ বলে ৭ চার ও এক ছক্কায়। নিগার-ফারজানা তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৪৪ বলে ১৭১ রান।             

সর্বশেষ খবর