ওমানকে হারিয়ে অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। সবার দৃষ্টি ছিল দ্বিতীয় ম্যাচে মামুনের শিষ্যরা কী করেন। মালয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালের সুযোগ থাকবে। আর এতেই যুব বিশ্বকাপের স্বপ্নটা পূরণও হতে পারে। না, জয় আর ধরে রাখা গেল না। দ্বিতীয় ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গতকাল ওমানে অনুষ্ঠিত গ্রুপ পর্বে খেলায় মালয়েশিয়া ৫-১ গোলে হারায় বাংলাদেশকে। জেতার মতো খেলাই খেলতে পারেনি লাল-সবুজের দল। শুরু থেকেই মালয়েশিয়া কোণঠাসা করে রাখে।
আজ বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। পরবর্তী ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।