গ্যালারিতে হাজারো দর্শক। চারপাশে টান টান উত্তেজনা। একদিকে সাদা-কালো অপরদিকে আকাশি নীলের সমর্থকগোষ্ঠী। গ্রীষ্মের প্রচ গরমে উত্তপ্ত হয়ে আছে চারদিক। কিন্তু আবাহনী-মোহামেডানের লড়াই সে উত্তাপকেও ছাড়িয়ে গেল। একের পর এক গোল হলো। দুই দলের সমর্থকরা একে-অপরের দিকে তেড়ে যাওয়ার ভান করলেন। আকারে-ইঙ্গিতে দেখে নেওয়ার হুমকি দিলেন। আবাহনীর সমর্থকরা আকাশি নীল আর হলুদ রঙে রঙিন করে দিলেন কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। উৎসবের আমেজে ছিলেন তারা। তবে আবাহনীর উৎসবের প্রস্তুতি ভেস্তে দিলেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। একে একে চারটি গোল করলেন তিনি। উত্তাপ ছড়ানো ম্যাচটি নব্বই মিনিটে শেষ হলো ৩-৩ ব্যবধানে। এরপর আরও ৩০ মিনিটে দুই দল একটি করে গোল করল। ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে মোহামেডান ফাইনাল জয় করল ৪-২ ব্যবধানে। ফেডারেশন কাপে ১৪ বছর পর শিরোপা জয় করল সাদা-কালোরা। ২০০৯ সালে আবাহনীকে হারিয়েই শেষবার ফেডারেশন কাপ জয় করেছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ বছর পর কোনো শিরোপার স্পর্শ পেল ঐতিহ্যবাহী দলটি। ২০১৪ সালে স্বাধীনতা কাপ জয়ের পর এই প্রথম কোনো ট্রফি জয় করল মোহামেডান। এক যুগ আগে ২০১১ সালে সুপার কাপে শেষবার ফাইনাল খেলেছে আবাহনী-মোহামেডান। সে ফাইনালে আবাহনী জয় পেয়েছিল। এক যুগ পর প্রতিশোধ নিল মোহামেডান। ফেডারেশন কাপে জয় করল ১১ নম্বর শিরোপা। এ টুর্নামেন্টে ১২টি ট্রফি জিতে এখনো এগিয়ে আছে আবাহনী। গতকালের ম্যাচে প্রথমার্ধ্বে কাউন্টার আক্রমণের কৌশল নিয়েছিলেন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। কিন্তু সে কৌশল কাজে লাগেনি। উল্টো আবাহনী দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ১৭ মিনিটে ফাহিম ও ৪৩ মিনিটে কলিনড্রেস গোল করলে মোহামেডানের সমর্থকরা হতাশ হয়ে পড়েন। তবে দ্বিতীয়ার্ধ্বেই পাশার দান উল্টে দেন আলফাজ। মাঝ মাঠে কয়েকটি পরিবর্তন এনে অলআউট ফুটবলের ছক কষেন। এতে কাজ হয়। ৫৬ ও ৬০ মিনিটে দুই গোল করে মোহামেডানকে সমতায় ফেরান সুলেমান দিয়াবাতে। ৬৬ মিনিটে এমেকার গোলে ফের এগিয়ে যায় আবাহনী (৩-২)। ৮৩ মিনিটে সুলেমান দিয়াবাতে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে সমতায় ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ম্যাচের ১০৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন দিয়াবাতে। মোহামেডানের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। উৎসবের প্রস্তুতি শুরু করেন তারা। তবে ১১৮ মিনিটে রহমত মিয়ার গোলে সমতায় ফেরে আবাহনী। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সুলেমান দিয়াবাতে দারুণ এক রেকর্ডই গড়েছেন। ফেডারেশন কাপের ফাইনালে প্রথম ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন তিনি। আবাহনী-মোহামেডান লড়াইয়ে এটা তৃতীয় হ্যাটট্রিকের ঘটনা। এর আগে ১৯৮৬ সালে ফেডারেশন কাপের সেমিতে আবাহনীর প্রেমলাল এবং ২০০০ সালে মোহামেডানের নকিব লিগের ম্যাচে হ্যাটট্রিক করেন।
শিরোনাম
- মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও—তবুও প্রাণ টেকেনি!
- ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
- দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা
চ্যাম্পিয়ন মোহামেডানের হাসি
২০০৯ সালে আবাহনীকে হারিয়েই শেষবার ফেডারেশন কাপ জয় করেছিল মোহামেডান। সব প্রতিযোগিতা মিলে ৯ বছর পর কোনো শিরোপার স্পর্শ পেল ঐতিহ্যবাহী ক্লাবটি।
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর