ফিফা নারী বিশ্বকাপে এবার একের পর এক চমক উপহার দিচ্ছে ‘আন্ডার ডগ’ দলগুলো। ফ্রান্সকে রুখে দিয়েছে জ্যামাইকা। নাইজেরিয়া হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফিলিপাইন হারিয়েছে নিউজিল্যান্ডকে। গতকাল এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক উপহার দিল কলম্বিয়া। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান মেয়েদের হারিয়েছে তারা ২-১ গোলে।
মেয়েদের বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন জার্মানি। ২০০৩ ও ২০০৭ সালে জার্মান মেয়েরা শিরোপা জয় করে। একবার সুইডেনকে ও একবার ব্রাজিলকে ফাইনালে হারায় তারা। দুবারের চ্যাম্পিয়নদের গতকাল হারিয়ে দেয় কলম্বিয়ার মেয়েরা। সিডনি ফুটবল স্টেডিয়ামে এইচ গ্রুপের ম্যাচে গতকাল ৫২ মিনিটে লিন্ডার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ৮৯ মিনিটে আলেক্সান্দ্রার পেনাল্টি গোলে সমতায় ফেরে জার্মানি। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৭) ম্যানুয়েলা ভ্যানেগাসের গোলে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে প্রথম পরাজিত হলো জার্মানি। বিশ্বকাপে প্রথমবার এক আসরে দুই ম্যাচ জিতল কলম্বিয়ার মেয়েরা। আগের ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারায়। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া। এইচ গ্রুপের অপর খেলায় গতকাল মরক্কো ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে।
এদিকে গতকাল জয় পেয়েছে নরওয়ে। তারা ৬-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে। নরওয়ের পক্ষে হ্যাটট্রিক করেছেন সোফি রোমান। এ ছাড়া একটি করে গোল করেন গ্রাহাম হ্যানসেন ও গিউরো রেইটেন। ফিলিপাইনের অ্যালিসিয়া আত্মঘাতী গোল করে নরওয়ের জয়ের ব্যবধান বাড়ান। এ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। এ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছে সুইজারল্যান্ড। তারা গতকাল গোলশূন্য ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে। নারী বিশ্বকাপে নকআউটের পথে রয়েছে ফ্রান্সও। তারা শনিবার ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে।