এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগতভাবে পদক জেতার রেকর্ড রয়েছে বক্সার মোশাররফ হোসেনের। ১৯৮৬ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত গেমসে তিনিই একমাত্র তামার পদক জেতেন। এরপর আর ব্যক্তিগত পর্যায়ে কোনো ক্রীড়াবিদই সাফল্য পাননি। ২০১০ সালে চীনের এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথম সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখায়। তবে তা এসেছিল দলীয় খেলা ক্রিকেটের মাধ্যমে। সেবার টি-২০ ইভেন্টে মো. আশরাফুলের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সোনা জেতে। রুপা ও তামাও এসেছে ক্রিকেট থেকে। কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত পর্যায়ে সোনা, রুপা ও তামা সব পদকই জেতা হয়েছে। ১৯৯০ সালে অকল্যান্ডে যৌথভাবে শুটিংয়ে প্রথম সোনা জেতেন আতিকুর ও নিনি। ১৯৯২ সালে ম্যানচেস্টার গেমসে সোনা জেতেন শুটার আসিফ। দুনিয়াসেরা অলিম্পিক গেমসেই বাংলাদেশ কখনো পদক জিততে পারেনি। ১৯৮৪ সাল থেকে যাওয়া-আসার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। চার বছর পরপর একটি গেমস শেষ হওয়ার পর থেকেই কর্মকর্তাদের মুখে একই সুর-পদক নয়, অভিজ্ঞতা অর্জন ছিল আমাদের লক্ষ্য। সেই ১৯৮৪ সালে শুরু হলেও এখনো অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আরেকটি অলিম্পিক দুয়ারে কড়া নাড়ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ১১ জুলাই গেমসের পর্দা উঠবে; যা শেষ হবে ১১ আগস্ট। বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদ এ গেমসে অংশ নেবেন। আর্চারি থেকে সরাসরি অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন সাগর ইসলাম। সাঁতারে সামিউল ইসলাম রাফি, সোনিয়া আক্তার, শুটিংয়ে রবিউল ইসলাম ও অ্যাথলেটিকসে ইমরানুর রহমান ওয়াইল্ড কার্ড অর্থাৎ বিশেষ কোটায় গেমসে সুযোগ পেয়েছেন। এবারও বাংলাদেশ পদকশূন্য থাকবে তা নিশ্চিত। যদি কেউ তামাও জেতেন বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে তা হবে বড় সাফল্য। যাক, পদক না এলেও পাঁচ ক্রীড়াবিদের প্যারিসে যাওয়াটা স্বাভাবিক ঘটনা। প্রশ্ন হচ্ছে, ক্রীড়াবিদের সংখ্যা মাত্র পাঁচ হলেও কর্মকর্তার সংখ্যা কত হবে? অলিম্পিক এলেই যেন কর্মকর্তারা আকাশে উড়তে প্রতিযোগিতায় নেমে পড়েন। সরকারি খরচায় শুধু তারা নন, থাকেন স্ত্রী ও ছেলেমেয়েরাও। আসার সময় লাগেজ ভরে মার্কেটিং করে আসেন। এ চেনা দৃশ্যের দেখা কি এবারও মিলবে? নাকি অলিম্পিক অ্যাসোসিয়েশন অপচয় কমাতে প্রশংসিত উদ্যোগ নেবে।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ