এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগতভাবে পদক জেতার রেকর্ড রয়েছে বক্সার মোশাররফ হোসেনের। ১৯৮৬ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত গেমসে তিনিই একমাত্র তামার পদক জেতেন। এরপর আর ব্যক্তিগত পর্যায়ে কোনো ক্রীড়াবিদই সাফল্য পাননি। ২০১০ সালে চীনের এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথম সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখায়। তবে তা এসেছিল দলীয় খেলা ক্রিকেটের মাধ্যমে। সেবার টি-২০ ইভেন্টে মো. আশরাফুলের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সোনা জেতে। রুপা ও তামাও এসেছে ক্রিকেট থেকে। কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত পর্যায়ে সোনা, রুপা ও তামা সব পদকই জেতা হয়েছে। ১৯৯০ সালে অকল্যান্ডে যৌথভাবে শুটিংয়ে প্রথম সোনা জেতেন আতিকুর ও নিনি। ১৯৯২ সালে ম্যানচেস্টার গেমসে সোনা জেতেন শুটার আসিফ। দুনিয়াসেরা অলিম্পিক গেমসেই বাংলাদেশ কখনো পদক জিততে পারেনি। ১৯৮৪ সাল থেকে যাওয়া-আসার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। চার বছর পরপর একটি গেমস শেষ হওয়ার পর থেকেই কর্মকর্তাদের মুখে একই সুর-পদক নয়, অভিজ্ঞতা অর্জন ছিল আমাদের লক্ষ্য। সেই ১৯৮৪ সালে শুরু হলেও এখনো অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আরেকটি অলিম্পিক দুয়ারে কড়া নাড়ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ১১ জুলাই গেমসের পর্দা উঠবে; যা শেষ হবে ১১ আগস্ট। বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদ এ গেমসে অংশ নেবেন। আর্চারি থেকে সরাসরি অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন সাগর ইসলাম। সাঁতারে সামিউল ইসলাম রাফি, সোনিয়া আক্তার, শুটিংয়ে রবিউল ইসলাম ও অ্যাথলেটিকসে ইমরানুর রহমান ওয়াইল্ড কার্ড অর্থাৎ বিশেষ কোটায় গেমসে সুযোগ পেয়েছেন। এবারও বাংলাদেশ পদকশূন্য থাকবে তা নিশ্চিত। যদি কেউ তামাও জেতেন বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে তা হবে বড় সাফল্য। যাক, পদক না এলেও পাঁচ ক্রীড়াবিদের প্যারিসে যাওয়াটা স্বাভাবিক ঘটনা। প্রশ্ন হচ্ছে, ক্রীড়াবিদের সংখ্যা মাত্র পাঁচ হলেও কর্মকর্তার সংখ্যা কত হবে? অলিম্পিক এলেই যেন কর্মকর্তারা আকাশে উড়তে প্রতিযোগিতায় নেমে পড়েন। সরকারি খরচায় শুধু তারা নন, থাকেন স্ত্রী ও ছেলেমেয়েরাও। আসার সময় লাগেজ ভরে মার্কেটিং করে আসেন। এ চেনা দৃশ্যের দেখা কি এবারও মিলবে? নাকি অলিম্পিক অ্যাসোসিয়েশন অপচয় কমাতে প্রশংসিত উদ্যোগ নেবে।
শিরোনাম
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
প্যারিস অলিম্পিকে বাংলাদেশ
এবারও কি সেই চেনা দৃশ্য
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর