শিরোনাম
বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কতদূর যাবেন ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক

কতদূর যাবেন ইমরানুর

প্যারিস অলিম্পিক গেমসে বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদ অংশ নেবেন। তবে আলোচনা আর্চার সাগর ইসলামকে ঘিরেই। মার্চপাস্টে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন। যাদের সাফল্য বেশি বা তারকা মূলত তাদেরই হাতে পতাকা তুলে দেওয়া হয়। আগের ১০টির মতো এবারও দুনিয়া সেরা এ গেমসে বাংলাদেশ পদকশূন্য থাকবে তা নিশ্চিত। যদি কেউ তামাও জেতেন তা হবে বাংলাদেশের বড় ইতিহাস। পদক যদি না জিতে তাহলে লাভ কী? গেমসে যাবে আর আসবে এটাই তো কাজ। ১৯৮৪ সালের অলিম্পিক থেকে তাই হচ্ছে। তবে কে কতটা সম্মানজনক স্থানে থেকে মিশন শেষ করবেন বাংলাদেশের ক্ষেত্রে তাই হয়ে আসছে।

আর্চারিতে বাংলাদেশ বিশ্বকাপ, এশিয়ান কাপ, সাফ গেমস ও ইসলামী সলিডারিটি গেমসে বলার মতো অনেক কিছু অর্জন করেছে। পুরুষ ও নারী আর্চাররা সোনা, রুপা ও তামা জিতে দেশের সুনাম কুড়িয়েছেন। সাগর অলিম্পিকে পদক না জিতুক অনেকের আশা সেরা আটে থাকতে পারবেন। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘সাগরের সেই সামর্থ্য রয়েছে বলে ভালো কিছু আশা করা যায়।’ এ তো গেল সাগরের কথা। অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান কতদূর যেতে পারবেন তা নিয়েও আলোচনা হচ্ছে। কেননা তিনি দেশের দ্রুততম মানব। জাতীয় অ্যাথলেটিকসে দুবার ১০০ মিটার দৌড়ে তার সোনা জয়ের কৃতিত্ব রয়েছে। এর আগে সাফের দ্রুততম মানব হয়েও বাংলাদেশের অ্যাথলেটরা নির্লজ্জ পারফরম্যান্স করে দেশকে লজ্জায় ডুবিয়ে ছিলেন। অলিম্পিকে অ্যাথলেটিকসে এমনও ঘটনা ঘটেছে যেখানে অন্য দেশের অ্যাথলেটরা দৌড় শেষ করেছেন, সেখানে বাংলাদেশ লাইনেই দাঁড়িয়ে আছে। এ নিয়ে কম হাসাহাসি হয়নি। ইমরানুরের বিষয়টি একটু ভিন্নই বলা যায়। তিনি শুধু দেশের দ্রুততম মানব নন। ছোট আসর হলেও আন্তর্জাতিক গেমসে তিনি বাংলাদেশকে সাফল্য এনে দেন। লন্ডন প্রবাসী এ অ্যাথলেট লন্ডনে বিভিন্ন প্রতিযোগিতায় দক্ষতার পরিচয় দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর