১০০ মিটার মিশ্র মিডলেতে অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারুরা। আগের রেকর্ড দুটি ছিল গ্রেট ব্রিটেনের সাঁতারুদের। প্যারিসের লা দিঁফস অ্যারিনায় গতকাল মার্কিন সাঁতারুরা ৩ মিনিট ৩৭ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নেন। সোনাজয়ী মার্কিন দলের হয়ে পুলে নেমেছিলেন রায়ান মার্ফি, নিক ফিঙ্ক, গ্রিটচেন ওয়ালশ ও টসি হাস্ক। টোকিও অলিম্পিকে ব্রিটিশ সাঁতারুরা সময় নিয়েছিলেন ৩ মিনিট ৩৭ দশমিক ৫৮ সেকেন্ড। এ ইভেন্টে রুপা জিতেছে চীন। সময় নিয়েছে ৩ মিনিট ৩৭ দশমিক ৫৫ সেকেন্ড এবং ব্রোঞ্জজয়ী অস্ট্রেলিয়া সময় নিয়েছে ৩ মিনিট ৩৮ দশমিক ৭৬ সেকেন্ড। আগের রেকর্ডধারী ব্রিটেন এবার আট দলে সপ্তম হয়েছে।