এক যুগ পর কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। সারের পক্ষে একটি মাত্র ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু বল হাতে আলো কেড়েছেন। প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্টকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন। অবশ্য টিম ম্যানেজমেন্ট চিন্তিত সাকিবের ব্যাটিংয়ে ছন্দ হারানোয়। সারের পক্ষে প্রথম ইনিংসে ১২ রান করার পর দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন শূন্য রানে। দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ব্যাটিং ছন্দ হারানো নিয়ে নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হান্নান সরকার বলেন, ‘সাকিব ব্যাটিং ছন্দে নেই। এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে সাকিব এমন একজন ক্রিকেটার, তার একটি মাত্র ইনিংস দরকার। একটি বড় ইনিংস হলেই দেখবেন, সে নিজেকে ফিরে পেয়েছে।’ দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশ আগামীকাল ভারত সফরে যাচ্ছে। ১৯-২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ভারতের মাটিতে দ্বিতীয় টেস্ট খেলবে। সফরে টাইগারদের ব্যাটিং ও বোলিংয়ে অন্যতম ভরসা সাকিব। যদিও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে খুব ভালো ব্যাটিং করেননি সাকিব। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে জয় প্রথম টেস্টে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৬ উইকেটে জয়ী দ্বিতীয় টেস্টে ২ ও ১৫ রান করেছিলেন। অবশ্য উইকেট নিয়েছিলেন ৫টি। চলতি বছর ৩ টেস্টে সাকিবের ব্যাট থেকে রান বেরিয়েছে ৭৯ এবং উইকেট নিয়েছেন ১৮টি। ক্যারিয়ারে তিনি ৬৯ টেস্টে ১২৬ ইনিংসে রান করেছেন ৪৫৪৩ এবং উইকেট নিয়েছেন ২১৭টি।
শিরোনাম
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?