এক যুগ পর কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। সারের পক্ষে একটি মাত্র ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু বল হাতে আলো কেড়েছেন। প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্টকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন। অবশ্য টিম ম্যানেজমেন্ট চিন্তিত সাকিবের ব্যাটিংয়ে ছন্দ হারানোয়। সারের পক্ষে প্রথম ইনিংসে ১২ রান করার পর দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন শূন্য রানে। দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ব্যাটিং ছন্দ হারানো নিয়ে নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হান্নান সরকার বলেন, ‘সাকিব ব্যাটিং ছন্দে নেই। এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে সাকিব এমন একজন ক্রিকেটার, তার একটি মাত্র ইনিংস দরকার। একটি বড় ইনিংস হলেই দেখবেন, সে নিজেকে ফিরে পেয়েছে।’ দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশ আগামীকাল ভারত সফরে যাচ্ছে। ১৯-২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ভারতের মাটিতে দ্বিতীয় টেস্ট খেলবে। সফরে টাইগারদের ব্যাটিং ও বোলিংয়ে অন্যতম ভরসা সাকিব। যদিও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে খুব ভালো ব্যাটিং করেননি সাকিব। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে জয় প্রথম টেস্টে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৬ উইকেটে জয়ী দ্বিতীয় টেস্টে ২ ও ১৫ রান করেছিলেন। অবশ্য উইকেট নিয়েছিলেন ৫টি। চলতি বছর ৩ টেস্টে সাকিবের ব্যাট থেকে রান বেরিয়েছে ৭৯ এবং উইকেট নিয়েছেন ১৮টি। ক্যারিয়ারে তিনি ৬৯ টেস্টে ১২৬ ইনিংসে রান করেছেন ৪৫৪৩ এবং উইকেট নিয়েছেন ২১৭টি।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সাকিবের ব্যাটিং নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর