বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম দল পেয়েছেন পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে লিটন দাসকে করাচি কিংস এবং লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। গতকাল পিএসএল ড্রাফট থেকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পাকিস্তানের মাটিতে টেস্টে পাকিস্তানকে হারানোর নেপথ্যে যাদের অবদান ছিল তাদের মধ্যে অন্যতম নাহিদ রানা। তাই ড্রাফটের শুরু থেকে তার প্রতি ঝোঁক ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। এ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা না পাওয়ার পর বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে পেয়েছেন সেঞ্চুরি। এর পর দিনই পিএসএলের ড্রাফটে পেলেন দলও। বাংলাদেশ থেকে ৩০ জনের বেশি ক্রিকেটার নাম দিয়েছেন পিএসএল ড্রাফটে।