অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন র্যাংকিংয়ের শীর্ষ তারকা অ্যারিনা সাবালেঙ্কা ও উনিশে থাকা ম্যাডিসন কেইস। ফলে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রপি অধরাই রয়ে গেল ইগা সোয়াটেকের। যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কেইস প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। এর আগে ২০১৭ সালে ইউএস ওপেনে একবার ফাইনাল খেলেন। গতকাল মেলবোর্নে নারী এককের প্রথম সেমিফাইনালে ২৬ বছর বয়সি সাবালেঙ্কা নিজের খুব ভালো বন্ধু স্প্যানিশ পাওলা বাডোসাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন। এর মধ্য দিয়ে এ ডান হাতি তারকা টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছেন। টেনিসের এ শীর্ষ তারকার সামনে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি দিচ্ছে মেলবোর্নের রড লেভার অ্যারেনায়। অন্যদিকে আরেক সেমিফাইনালে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী পোলিশ মেয়ে সোয়াটেককে ৫-৭, ৬-১, ৭-৬ গেমে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ম্যাডিসন কেইস। ২৯ বছর বয়সি কেইস এখনো কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এর আগে দুবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেছিলেন এ তারকা। টেনিসের শীর্ষ তারকা সাবালেঙ্কা তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বেলারুশের এ মেয়ের অস্ট্রেলিয়ান ওপেনে আধিপত্য বেশি। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ২০১৭ সালে ক্যারিয়ার শুরু করলেও প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান ২০২৩ সালে, অস্ট্রেলিয়ান ওপেনে। পরের বছর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে জেতেন ইউএস ওপেনও। এবার সাবালেঙ্কা এ শতাব্দীতে তিনটি অস্ট্রেলিয়ান ওপেনজয়ী প্রথম নারী খেলোয়াড় হওয়ার এক ম্যাচ দূরে অবস্থান করছেন। বন্ধু বাডোসাকে হারিয়ে সাবালেঙ্কা টানা ২০তম মেজর হার্ড-কোর্ট ম্যাচ জিতে টানা পাঁচটি মেজর হার্ড-কোর্ট ফাইনালে ।
আর ফ্রেঞ্চ ওপেনে বর্তমানে টানা তিনবারের চ্যাম্পিয়ন পোলিশ তারকা ইগা সোয়াটেক। তিনি পোল্যান্ডের একমাত্র টেনিস খেলোয়াড়, যিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ২৩ বছর বয়সি এ মেয়ে ফ্রেঞ্চ ওপেনের চারটি ও ইউএস ওপেনের একটি ট্রফি জিতেছেন। যদিও এখনো উইম্বেলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিতে পারেননি। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে সুযোগ হাতছাড়া করেছিলেন ২ নম্বর র্যাংকিংয়ের সোয়াটেক। এবারও প্রথম পোলিশ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করলেন তিনি।