কলকাতা ইডেন গার্ডেনসে আন্তর্জাতিক ক্রিকেট মানেই বাড়তি নিরাপত্তা। এবারেও তার ব্যতিক্রম ঘটবে না। আগামীকাল থেকে এখানে শুরু হতে যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। দিল্লিতে বিস্ফোরণের পর কলকাতায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। খেলা চলাকালীন স্টেডিয়াম, হোটেল, মার্কেটসহ গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে, ইডেনে ক্রিকেটের যে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়া হয়। ভারতে যেহেতু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এজন্য আমরা সতর্ক। কলকাতার মানুষ বরাবরই খেলাপাগল। তার পর আবার বিদেশি দলের সঙ্গে খেলা হলে নিজেরা সতর্ক থাকেন। রাজ্যেরও তো দায়িত্ব রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি রাখতে চাচ্ছে না। এজন্য কলকাতা পুলিশ পরিশ্রম করে যাচ্ছে।
শহরে ৮০টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ কমিশনার সনোবর্মা বলেন, ‘আশা করি, শান্তিপূর্ণভাবে টেস্ট অনুষ্ঠিত হবে।