জানুয়ারিতে এসএ-২০তে এমআই কেপটাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এর জন্য সাময়িক নিষেধাজ্ঞায় আছেন তিনি। নিজের নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করে রাবাদা এক বিবৃতিতে বলেন, ‘আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’
নিষেধাজ্ঞার মেয়াদ এখন পর্যন্ত জানা যায়নি। তবে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করতে পারেন তিনি।