চলতি মাসের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক মার্কেটিং বাণিজ্যিক পরামর্শদাতা সেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র (ইওআই) আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ জুলাই পর্যন্ত সেই আহ্বানে সাড়া দিয়ে প্রস্তাব জমা দিয়েছে পাঁচ প্রতিষ্ঠান। এ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থানীয় প্রতিষ্ঠান রয়েছে। বাকি চারটি প্রতিষ্ঠানই আন্তর্জাতিক। যাদের আইপিএল, পিএসএল, আইএল টি-২০ এবং লেজেন্ডস লিগের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিপিএলের মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরিকল্পনার দায়িত্ব নিতে আগ্রহী পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে বিসিবির কাছে। এখন শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবে তা সময়ই বলে দিবে। তবে বিপিএলকে নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে, বোর্ড নিশ্চয়ই তাদেরই বেছে নেবে।