আইসিসি নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মেয়েদের রয়েছে একক আধিপত্য। ১৯৭৩ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টে সাতবারের চ্যাম্পিয়ন তারা। সেমিফাইনালের আগে কখনোই বিদায় নেয়নি অস্ট্রেলিয়া। সফলতার দিক দিয়ে এরপরই ইংলিশ মেয়েদের অবস্থান। ইংল্যান্ড পঞ্চম স্থান অর্জন করেছে বিশ্বকাপে একবার। বাকি ১১ বারই অন্তত সেমিফাইনাল খেলেছে। বেশির ভাগ সময়ই ফাইনাল খেলেছে ইংলিশ মেয়েরা। ভারতে অনুষ্ঠিত হচ্ছে নারী বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টেও শীর্ষ ফেবারিট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে তার প্রমাণ দিয়েছে আগেই। গতকাল ইংলিশ মেয়েরাও প্রমাণ দিল। দক্ষিণ আফ্রিকার মেয়েদের পাত্তাই দিল না। ১০ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড।
গতকাল ভারতের গুয়াহাটিতে মুখোমুখি হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মেয়েরা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক ন্যাট স্কাইভার ব্রান্ট। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন ইংলিশ বোলাররা। লিনসে স্মিথ মাত্র ৭ রান দিয়ে শিকার করেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তিনি উইকেট থেকে বিদায় করেন প্রোটিয়া ব্যাটার লরা উলভার্ট (৫ রান), তাজমিন ব্রিটস (৫ রান) এবং ম্যারিজেন ক্যাপকে (৪ রান)। ৫ রান দিয়ে দুই উইকেট শিকার করেন ইংলিশ অধিনায়ক ন্যাট স্কাইভার। তিনি শিকার করেন অ্যানেক বোশ (৬ রান) ও ক্লো ট্রাইওনের (২ রান) উইকেট। দুটি করে উইকেট শিকার করেন ইংলিশ বোলার সোফি ও চার্লি ডিন। লরেন বেল শিকার করেন ১টি উইকেট। ২০.৪ ওভার খেলে মাত্র ৬৯ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মেয়েদের বিশ্বকাপে এর চেয়েও কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে প্রোটিয়াদের। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪.১ ওভার খেলে কোনো উইকেট না হারিয়েই ৭৩ রান করে জয় তুলে নেয় ইংল্যান্ড। দলের পক্ষে ৫০ বলে ৪০ রান করেন অ্যামি জোনস। এ ছাড়া ট্যামসিন ৩৫ বলে ২১ রান করেন। এ জয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং ভারতের মেয়েরাও।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৬৯/১০, ২০.৪ ওভার (সিনালো জাফটা ২২, লিনসে স্মিথ ৩/৭, ন্যাট স্কাইভার ২/৫, চার্লি ডিন ২/১৪)।
ইংল্যান্ড : ৭৩/০, ১৪.১ ওভার (অ্যামি জোনস ৪০*, ট্যামসিন ২১*)।
ফল : ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা : লিনসে স্মিথ