চার বছর আগেও বিসিবি পরিচালক পদে নির্বাচন করেছিলেন। সেবার নির্বাচন করেছিলেন ক্যাটাগরি-১-এর রাজশাহী বিভাগ থেকে। জিততে পারেননি। খালেদ মাসুদ পাইলট এবার ক্যাটাগরি-৩ থেকে নির্বাচন করেছেন। নির্বাচন করেই বাজিমাত করেছেন সাবেক অধিনায়ক। ৩৫-৭ ভোটে সাবেক ক্রিকেটার দেবব্রত পালকে হারিয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে ৪৫ ভোটের ৪৩টি কাস্ট হয়েছে। তবে একটি ভোট বাতিল হয়েছে।
পরিচালক হয়ে উচ্ছ্বসিত। ভোটের ফল শোনার পর আনন্দে কেঁদেছেন। পরিচালক হয়ে উচ্ছ্বসিত হলেও একটা বাড়তি দায়িত্ব মনে করছেন পাইলট, ‘বিসিবির পরিচালক হয়ে ভীষণ ভালো লাগছে। আমি মনে করি এটা কোনো অলংকারিক পদ নয়। এর ভার অনেক। আমি কাজ করতে চাই।’
দেশের হয়ে ক্রিকেট খেলেছেন। দেশের নেতৃত্বও দিয়েছেন। এখন দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত পরিচালক পাইলট, ‘দেশের ক্রিকেট উন্নয়নে অনেক কাজ করার আছে। আগের চার বছরে যে কাজগুলো করা যেত, আমি দায়িত্ব নিয়ে ৪-৬ মাসের মধ্যে সেগুলো করতে চাই। আমি বিশ্বাস করি দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে পারব।’