ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেষ্টার সিটি। ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখল করেছে দলটি।
গতরাতে নিউ ক্যাসল ইউনাইটেডের সেন্ট জেমস পার্কে ম্যাচ শুরুর ৮ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেষ্টার সিটি। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন এডিন জিকো। এরপর ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৫) ব্যবধান দ্বিগুন করেন ম্যানসিটির আলভেরো নেগ্রোদা। এর ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।
উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লীগের লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে। শনিবার হাল সিটিকে হারিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে চেলসি। কিন্তু তার ২৪ ঘন্টা পার হতে না হতেই আবার হোসে মরিনহোর চেলসিকে টপকে সবার উপরে উঠে আসে ম্যানচেষ্টার সিটি।