অস্ট্রেলিয়ার ওপেনের প্রথম দিনেই হোঁচট খেয়েছেন ফেবারিটরা। মেয়েদের এককে ষষ্ঠ বাছাই চেক তরুণী পেত্রা কেভিতোভা এবং ইতালিয়ান তারকা সারা ইরানি বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড খেলেই। তবে মেয়েদের এককে শীর্ষ বাছাই মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস স্বভাবসুলভ খেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। এছাড়া মেয়েদের এককে জয় পেয়েছেন চতুর্থ বাছাই চীনা তারকা লি না, নবম বাছাই জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবার, সার্বিয়ার আনা ইভানভিচ এবং অস্ট্রেলিয়ার সামান্থা স্টসার। পুরুষ এককে অবশ্য বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ নির্বিঘ্নেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। তৃতীয় বাছাই ডেভিড ফেরার, সপ্তম বাছাই টমাস বারডিচ এবং অষ্টম বাছাই ওয়ারিঙ্কাও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। গতকাল শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সেরেনা উইলিয়মাস ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বী বার্টিকে। লি না ৬-২, ৬-০ গেমে জয় পেয়েছেন ক্রোয়েশিয়ার আনা কুনজুহের বিপক্ষে। পুরুষ এককে নোভাক জকোভিচ ৬-৩, ৭-৬ (৭/২), ৬-১ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার লুকাস ল্যাকোকে। এছাড়া ডেভিড ফেরার ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন কলম্বিয়ার আলেসান্দ্রো গঞ্জালেসকে।