ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও দুই গোলে এগিয়ে গেলেন লিভারপুলের উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। রবিবার তার ডাবলেই লিভারপুল ৫-৩ গোলের জয় পেয়েছে স্টোক সিটির বিপক্ষে। একই দিনে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে ম্যানসিটি।
ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে সমান্তরালেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। দুজনেরই ছিল ২০টি করে গোল। রবিবার এগিয়ে গেলেন লুইস সুয়ারেজ। স্টোক সিটির বিপক্ষে লিভারপুলের ম্যাচে ৩২ ও ৭১ মিনিটে দুটি গোল করেন তিনি।
এ ছাড়াও লিভারপুলের পক্ষে গোল করেন স্টিভেন জেরার্ড ও ড্যানিয়েল স্টরিজ। একটা আত্দঘাতী গোল করেন স্টোক সিটির রায়ান। এ ডাবলে ইংলিশ প্রিমিয়ার লিগে লুইস সুয়ারেজের গোলসংখ্যা দাঁড়াল ২১ ম্যাচে ২২টি। রোনালদো ১৯ ম্যাচে করেছেন ২০ গোল। ম্যানসিটিকে রবিবার জয় এনে দিয়েছেন এডিন জেকো ও নেগ্রেদো।
এদিকে ইতালিয়ান সিরি এ লিগে আবারও পরাজয়ের মুখে পড়েছে এসি মিলান। রবিবার তারা সাসুলোর কাছে ৪-৩ গোলে হেরেছে।
তবে শীর্ষে থাকা জুভেন্টাস ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্যাগলিয়ারিকে। জয় পেয়েছে রোমা এবং নেপোলিও। জেনোয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে রোমা। হেলাস ভেরোনাকে ৩-০ গোলে হারিয়েছে নেপোলি।