ব্যালন ডি’অরের সুবাদে ফুটবল বিশ্বে সেরা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে প্রশ্নটি হল, পর্তুগাল ও রিয়াল তারকা রোনালদোর চোখে সেরা কে?
অনেকরই ধারণা ছিল নিশ্চয়ই রোনালদো নিজের কোনও রিয়াল সতীর্থকেই ভোট দিয়েছেন। অথবা কোনো পর্তুগিজ তারকাকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে রোনালদোর চোখে বিশ্বের সেরা ফুটবলার কলম্বিয়া ও মোনাকোর তারকা স্ট্রাইকার রাদামেল ফালকাও।
এক ব্রিটিশ দৈনিক ফাঁস করে দিয়েছে যে সিআর সেভেন তার প্রথম ভোট দিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী ক্লাব আটলেটিকো মাদ্রিদের প্রাক্তন ফুটবলার ফালকাওকে।