মৌসুমের প্রথম ট্রফি বিজয় দিবস টুর্নামেন্টে সেমিফাইনালে আর্মির কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি পুরান ঢাকার ঊষা ক্রীড়াচক্র। কিন্তু জনপ্রিয় আসর ক্লাব কাপে শুধু ফাইনাল নয় শিরোপাও ধরে রেখেছে তারা। গতকাল ফাইনালে ৩-১ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে দেয় ঊষা। বড় দুই দল মোহামেডান-মেরিনার্স আসর বর্জন করলেও ফাইনাল হয়েছে বেশ জমজমাট। আবাহনী-ঊষার শক্তি প্রায় এক হওয়াতে ধারণা করা হয়েছিল লড়াই হবে হাড্ডাহাড্ডি। না, ঊষা অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করে সহজভাবেই বিজয় উল্লাস করেছে। ১০ আসরে এ নিয়ে পুরান ঢাকার দলটি চারবার ক্লাব কাপের ট্রফি ঘরে তুলল। ম্যাচের শুরু থেকেই চয়ন, কৃষ্ণরা চাপে রাখে আবাহনীকে। চার মিনিটেই ঊষা এগিয়ে যায়। প্রতিপক্ষের বক্সে ভেতর কৃষ্ণ কুমারের ব্যাকপাশ থেকে বল পেয়ে রিভার্সে শর্টে গোল করেন ফজলে হোসেন রাবি্ব। এরপর উভয় দলই আক্রমণ চালালেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৪৫ মিনিটে ঊষার ব্যবধান বাড়ান মাইনুল ইসলাম কৌশিক। এ সময় বঙ্রে ভেতর পুশ করে বল পাঠান জহিদ বিন তালিব শুভ। বল পেয়ে মাইনাস করেন অভিজ্ঞ হাবুল। সেই বল ধরেই দুর্দান্ত পুশে জালে বল জড়ান কৌশিক। ৬৬ মিনিটে কৃষ্ণ কুমার দলের শেষ গোল করলে ঊষার জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। কিন্তু শেষ মিনিটে আবাহনী সান্ত্বনাসূচক ১টি গোল পেয়ে যায়। পুস্করক্ষিসা মিমো গোলটি করেন। এর আগে ঊষা ১৯৯৭, ১৯৯৯ ও ২০১২ সালে ক্লাব কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে মোহামেডান ২০০১, ২০০২, ২০০৫ ও ২০০৯ সালে শিরোপা জিতে। আবাহনী ২০০৩ ও ২০০৭ সালে দু'বার ট্রফি ঘরে তুলে।