অস্ট্রেলিয়া সফর এখন পর্যন্ত সুখকর নয়। অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে দুটি ম্যাচে অংশ নিয়ে হেরেছেন দুটিতেই। আজ পার্থ স্কোরার্সের বিপক্ষে খেলতে নামবেন তৃতীয় ম্যাচ। বিগ ব্যাস টি-২০ ক্রিকেটে এটাই শেষ ম্যাচ সাকিব আল হাসানের। এরপর দেশে ফিরে আসবেন শ্রীলঙ্কা সিরিজে অংশ নিতে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে খেলছেন সাকিব। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছিলেন ব্যাট ও বল হাতে। সিডনি সিক্সার্সের বিপক্ষে তার দল হেরেছিল। কিন্তু ব্যাট হাতে নেমেই ৩০ বলে খেলেছিলেন ৪৬ রানের আলো ছড়ানো ইনিংস। এরপর বোলিংয়েও ছিলেন দুর্দান্ত। দুই স্পেলে ৪ ওভার বোলিং করে ২১ রানে নিয়েছিলেন ২ উইকেট।