ফুটবলের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা ফিফা ব্রাজিল বিশ্বকাপের জন্য রেফারিদের নাম প্রকাশ করেছে৷ ২৫ জন রেফারি সেই তালিকায় স্থান পেয়েছেন। আছেন ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রেফারি হাওয়ার্ড ওয়েব৷
২৫ জন রেফারি বেছে নেয়ার সময় বড় আসরের ম্যাচ পরিচালনায় অভিজ্ঞদেরই বেশি স্থান দেয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা৷
এছাড়াও রেফারিদের ব্যক্তিত্ব, ফুটবল ম্যাচ পড়তে পারা, প্রত্যেকটি দলের বিশেষ বিশেষ কৌশল বুঝতে পারার সামর্থও গুরুত্ব পেয়েছে বলে এক বিবৃতির মাধ্যমে ফুটবলের এই সর্বোচ্চ সংস্থাটি জানায়৷