একমাস ধরে চলতে থাকা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানালেন, রাজনীতিতে নেই, খেলার ময়দানেই থাকতে চাই। আজ বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অস্থায়ী সচিবালয় 'নবান্ন'-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান সৌরভ। সেখানে লোকসভায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৌরভ এ কথা বলেন।
মাসখানেক আগে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে সৌরভের কাছে প্রস্তাব এসেছিল। তাকে বলা হয়েছিল, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলে সৌরভকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বানানো হবে। বিজেপির পরে পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের পক্ষ থেকেও সৌরভ গাঙ্গুলীকে ভোটে লড়ার প্রস্তাব দেওয়া হয়। দলের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য সৌরভের বাড়িতে গিয়ে সেই প্রস্তাব দেন।
এরপরই রাজনীতিতে সৌরভের যোগদানের বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। কিন্তু রাজনীতিতে তিনি আসছেন কি না, সে বিষয়ে এতদিন পরিস্কার করে কিছু বলেননি সৌরভ।