আগামী ১৬ মার্চ শুরু টি-২০ বিশ্বকাপ এবং চলবে ৬ এপ্রিল পর্যন্ত। আইসিসির সবচেয়ে বড় ইভেন্টের এবারের আয়োজক বাংলাদেশ। পুরুষ বিভাগে ১৬টি এবং মহিলা বিভাগে ৮টি দেশ অংশ নিবে আসরে। পুরুষ বিভাগের খেলাগুলো হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মহিলা বিভাগের লিগ পর্বের খেলাগুলো হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। গতকাল টি-২০ বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম, অল রাউন্ডার আলাউদ্দিন বাবু, মুক্তার আলী, শুভাশীষ রায়।
টি-২০ বিশ্বকাপে প্রথম পর্বে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে মুশফিকুর রহিমদের খেলতে হলে প্রথম পর্বের ব্যারিকেট টপকাতে হবে। প্রথম পর্বে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া বাকি ৬টি দেশ আইসিসি সহযোগী দেশ। বাংলাদেশ মহিলা দল এবারই প্রথম খেলছে টি-২০ বিশ্বকাপে। মহিলা বিভাগের লিগ পর্বের সবগুলো খেলা হবে সিলেটে। সেমিফাইনাল দুটি ও ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
প্রাথমিক স্কোয়াড
মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সোহাগ গাজী, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানী, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম সুহাশ, আব্দুর রাজ্জাক রাজ, ইমরুল কায়েশ, মোহাম্মদ আল-আমিন, মুমিনুল হক সৌরভ, শামসুর রহমান শুভ, মুক্তার আলী, রুবেল হোসেন, সাবি্বর রহমান রুম্মন, তাসকিন হোসেন, নাজমুল হোসেন, জুনায়েদ সিদ্দিকী, আরাফাত সানী, মো. মিথুন, আলাউদ্দিন বাবু, শুভাশিষ রায়, সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও ফরহাদ রেজা।