ক্ষুদে ফিদে মাস্টার ফাহাদ রহমানের অভিভাবকের দায়িত্ব নিলেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল দেশের কনিষ্ঠ ফিদে মাস্টারকে বনানীর বাসভবনে তার সাম্প্রতিক সফলতার জন্য অভিনন্দন জানান। এ সময়ই তিনি ফাহাদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছেন ফাহাদ রহমান। গতকাল মুঠোফোনে আলাপকালে ফাহাদ বলেন, 'আমাকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং আমার অভিভাবকত্ব গ্রহণ করেছেন।' ২০১৪ সালে ফাহাদের অনেকগুলো ইভেন্ট রয়েছে। এগুলোতে অংশগ্রহণ করে ফাহাদ সফল হতে চান। ক্ষুদে দাবাড়ু ফাহাদ রহমান এরই মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশকে গৌরব এনে দিয়েছেন। কিছুদিন আগে তিনি বিশ্ব যুব দাবায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় ১১ বছরের এই বালক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।