ব্রাজিল বিশ্বকাপের জন্য ৪৩টি দেশ থেকে বাছাইকৃত মোট ৯১ জন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে এশিয়ার উজবেকিস্তান, জাপান, বাহরাইন ও ইরানের মোট ১১ জন রেফারি স্থান পেয়েছেন। এশিয়ান অঞ্চল থেকে অস্ট্রেলিয়ার তিনজন রেফারিও বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। এছাড়া আফ্রিকা অঞ্চল থেকে ১৩ জন, কনকাকাফ অঞ্চল থেকে ১৩ জন, সাউথ আমেরিকা থেকে ১৭ জন, ওশেনিয়া থেকে ৫ জন এবং ইউরোপ থেকে ২৯ জন রেফারি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৩৩ জন প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন। বাকিরা তাদের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্রাজিল বিশ্বকাপেও থাকছেন ইংল্যান্ডের বিতর্কিত রেফারি হাওয়ার্ড ওয়েব। তিনি ২০১০ সালে একই বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ব্রাজিল বিশ্বকাপের জন্য বাছাইকৃত এই রেফারিদের নিয়ে বিশ্বকাপের আগেই তিনটি সেমিনারের আয়োজন করবে ফিফা। এই সেমিনারে রেফারিদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে।