দিন কয়েক আগে জয় করেছেন ফিফা ব্যালন ডি'অর। লিওনেল মেসির টানা চার বছরের রাজত্বের সমাপ্তি টেনেছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো সপ্তম আকাশে উড়ে বেড়াচ্ছেন। পর্তুগিজ তারকার সঙ্গে উড়ছে রিয়াল মাদ্রিদও। গত বুধবার গভীর রাতে কোপা দেল রে কাপের শেষ ষোলর দ্বিতীয় লেগে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দুই লেগে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লস ব্ল্যাঙ্কোসরা।
কোপা দেল রে কাপের ম্যাচ। এ কারণে খুব বেশি আগ্রহ থাকার কথা ছিল না। কিন্তু সদ্য ফিফা ব্যালন ডি'অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো কেমন খেলেন, এদিকে নজর ছিল পুরো বিশ্বেরই। রোনালদো হতাশ করেননি। ম্যাচের ২১তম মিনিটেই দলকে এগিয়ে দেন। গোলটাও হয়েছে দর্শনীয়। চল্লিশ গজ দূর থেকে জোরাল শট নিয়েছিলেন পর্তুগিজ তারকা। ওসাসুনার গোলরক্ষক ফার্নান্দেজ বল ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে যায়। রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় গোল উপহার দেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। এ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো লস ব্ল্যাঙ্কোসদের।
এ জয়ের পর রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনসেলত্তি বলছেন, 'আমরা পুরো ম্যাচটাই নিয়ন্ত্রণ করেছি। সেই সঙ্গে পুরো ম্যাচেই ছিলাম মনোযোগী।' শিষ্যদের নিয়ে সন্তুষ্ট আনসেলত্তি। পুরো দলটাই এখন জয়ের জন্য ঐক্যবদ্ধভাবে খেলছে। এই জয়ের ধারা ধরে রাখার আশ্বাসই দিলেন আনসেলত্তি। রিয়াল মাদ্রিদ লা লিগায়ও যোগ দিয়েছে শিরোপার লড়াইয়ে। এতদিন পাঁচ পয়েন্টে পিছিয়ে ছিল তারা। কিছুদিন আগেই বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে তিনে নিয়ে এসেছে। যেকোনো মুহূর্তে এই ব্যবধানও দূর হয়ে যেতে পারে! লা লিগায় ৫০ পয়েন্ট করে সংগ্রহ করেছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের সংগ্রহ ৪৭ পয়েন্ট।