রিও ওপেনে দাপুটে পারফরম্যান্স দেখালেন রাফায়েল নাদাল। গতকাল রবিবার ফাইনালে এই স্প্যানিশ তারকা ৬-৩, ৭-৬ হারালেন আলেকজান্ডার ডলগোপোলোভকে। নাদালের খেলা দেখে মনে হয়নি, তার কোনও চোট রয়েছে।
ট্রফি হাতে নিয়ে নাদাল বলেন, অস্ট্রেলিয়ান ওপেনের পর আমার একটা জয়ের দরকার ছিল। তিনি বলেন, ব্রাজিল আমাকে ফেরায়নি। এখানকার আবেগ সঙ্গে করে আমি দেশে ফিরছি।
উল্লেখ্য, এই টুর্নামেন্ট চলাকালীন কোর্ট, তাপমাত্রা এবং দ্রুতগামী বল নিয়ে অভিযোগ করেছিলেন নাদাল। দিনের শেষে অবশ্য হাসি মুখেই কোর্ট ছাড়লেন তিনি।