সংবাদ সম্মেলনে কাল দারুণ আত্মবিশ্বাসী মনে হলো শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে টানা তিন সিরিজে জয়ই তাদের আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কেননা এই বাংলাদেশের কাছে হেরেই গত আসর থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। যদিও মুখে বলেছেন এই টুর্নামেন্ট তাদের জন্য অনেক কঠিন হবে। ম্যাথুস বলেন, 'এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই শক্ত প্রতিপক্ষ। কাউকে ছোট করে দেখার উপায় নেই। আমাদের লক্ষ্য থাকে শিরোপার দিকে। তাই চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার।'
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় শ্রীলঙ্কার মনোবল বাড়িয়ে দিয়েছে বলেও জানালেন ম্যাথুস। তিনি বলেন, 'আমরা এখানে এক মাস পার করলাম। ভালোই লাগছে। এখানকার কন্ডিশন সম্পর্কেও ভালো ধারণা পেয়েছি। তাছাড়া টানা সিরিজ জয় আমাদের সাহস বাড়িয়ে দিয়েছে। 'তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতলেও এশিয়া কাপ জয় করা কঠিন হবে বলে জানালেন তিনি। ম্যাথুস বলেন, 'এশিয়া কাপ কঠিন টুর্নামেন্ট। এখানে শিরোপা পেতে হলে সাফল্যের শতভাগ উজাড় করে দেওয়া ছাড়া উপায় নেই। তবে আমি আত্মবিশ্বাসী।'