শনিবার রিয়াল সুসিদাদের কাছে বার্সেলোনা হেরে যাওয়ার পরও শীর্ষস্থান নিয়ে কিছুটা সংশয় ছিল রিয়াল মাদ্রিদের। সেই সংশয়টা দূর হলো রবিবার। সমান্তরালে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও হেঁটেছে বার্সেলোনার পথেই।ওসাসুনার কাছে তারা হেরে গেছে ৩-০ গোলে!বার্সেলোনার পর অ্যাটলেটিকো মাদ্রিদের এই পরাজয় রিয়াল মাদ্রিদকে এককভাবে শীর্ষস্থান উপহার দিয়েছে স্প্যানিশ লা লিগায়। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদ এখন এককভাবে শীর্ষে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট করে সংগ্রহ করে দুই ও তিন নম্বর স্থানে যথাক্রমে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।