নেইমারের সঙ্গে চুক্তি ঘিরে কর জালিয়াতির মামলায় ১১.২ মিলিয়ন পাউন্ড দিতে হয়েছে বার্সেলোনাকে।
ক্লাবটি স্পেনের কর কর্তৃপক্ষকে উক্ত অর্থ প্রদান করে। তবে ক্লাবটি এ ক্ষেত্রে কোনো অন্যায় করেনি বলে এক বিবৃতিতে জানায়।
বিবৃতিতে বলা হয়, নেইমারের সঙ্গে চুক্তির ক্ষেত্রে যে চুক্তিপত্র করা হয়েছে এ ব্যাপারে চূড়ান্ত ব্যাখ্যা গোপন রাখাই ছিল এর লক্ষ্য।