লিটল-টাটা প্রিমিয়ার ফুটবল লিগে আবারও ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ঢাকা আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে মূল্যবান পয়েন্ট খুইয়েছে। এ ড্রতে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করল আবাহনী। অন্যদিকে ৭ ম্যাচে জামালের ঝুড়িতে জমা পড়েছে ১৫ পয়েন্ট। তাদের অবস্থান এখন দ্বিতীয়। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে মুক্তিযোদ্ধা তৃতীয় স্থানে নেমে এসেছে। শেখ রাসেল ও উত্তর বারিধারার সঙ্গে শেখ জামালের আরও দুটি ম্যাচ বাকি রয়েছে।