১২তম এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ যখন ২শর কোটায় তখন হঠাৎ অধিনায়ক মুশফিকুর রহিমের বুকে সজোরে আঘাত হানে ভারতের পেসার বরুণ অ্যারনের বল।
অধিনায়ক মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিংয়ে ৩৮.৫ ওভারেই দলীয় দ্বিশতক রানের কোঠা অতিক্রম করে বাংলাদেশ। ৩৯তম ওভারে মুশফিক ৫ বল থেকে ১৭ রান তুলে নিয়ে দলকে ৩ উইকেটে ২-৩ রানে পৌঁছে দেয় মুশফিক। কিন্তু শেষ বলে বিমার ছুড়ে মুশফিকের বুকে আঘাত করেন বোলার বরুণ অ্যারন।
অবশ্য এ অপরাধে তাকে বোলিং থেকে বিরত রাখা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান।