১২তম এশিয়া কাপের তৃতীয় ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে পাকিস্তান।
আজ বৃহস্পতিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এশিয়া কাপের সবচেয়ে নবীন সদস্য আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি দিয়েই এশিয়া সেরা প্রতিযোগিতাটিতে নাম লেখালো তারা।
এ প্রতিবেদন লেখার পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৬ ওভার ১ উইকেট হারিয়ে ৬৪ রান। এক প্রান্তে ব্যাট করছেন আহমেদ শেহজাদ ও অন্য প্রান্তে মোহাম্মদ হাফিজ।
উল্লেখ্য, মঙ্গলবার এশিয়া কাপের উদ্বোধনী দিনে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্টটিতে যাত্রা শুরু করে। সেজন্য এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয় ভিন্ন অন্য কিছুর চিন্তা করতে পারছে না পাকরা। তাই আফগান পরীক্ষায় একাদশে একটি পরিবর্তন এনেছে মিসবাহ উল হক। বিলওয়াল ভাট্টির বদলে আজ একাদশে সুযোগ মিলেছে আনোয়ার আলির।
পাকিস্তান দল:
শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মকসুদ, মিসবাহ উল হক, উমর আকমল, শহিদ আফ্রিদি, আনোয়ার আলি, উমর গুল, সাঈদ আজমল ও জুনাইদ খান।
আফগানিস্তান দল:
মোহাম্মদ শাহজাদ, নুর আলি জাদরান, আজগর স্টেনিগজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবি, সলিমুল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, হামজা হোতাক, দৌলত জাদরান ও শাপুর জাদরান।