আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৮ রান।
আজ ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে পাকিস্তান।
পাকিস্তান দল: শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মকসুদ, মিসবাহ উল হক, উমর আকমল, শহিদ আফ্রিদি, আনোয়ার আলি, উমর গুল, সাঈদ আজমল ও জুনাইদ খান।
আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, নুর আলি জাদরান, আজগর স্টেনিগজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবি, সলিমুল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, হামজা হোতাক, দৌলত জাদরান ও শাপুর জাদরান।