যুক্তরাষ্ট্রের মিয়ামি সনি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। ছেলেদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা এ স্পেনিশ তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে উজবেকিস্তানের ডেনিস ইসতোমিনকে হারান। মাত্র ৫৯ মিনিটেই ৬-১, ৬-০ সেটে জয় পেয়ে যান নাদাল।
এদিকে মেয়েদের বিভাগে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস কোয়ার্টার ফাইনালে উঠেছেন।