ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনকে আইপিএলে ম্যাচ ফিক্সিং ও বেটিংয়ের সুষ্ঠু তদন্তের স্বার্থে পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ কোর্ট এ আদেশ দেন।
শ্রীনিবাসনের বিরুদ্ধে ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। সুপ্রিমকোর্ট জানান, তার প্রেসিডেন্ট পদ থেকে সরে না দাঁড়ানো পর্যন্ত এ বিষয়ে সঠিক তদন্ত হবে না।
এ বিষয়ে বিচারপতি এ কে পাতনায়েক বলেন, শ্রীনিবাসনের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সঠিক তদন্তের জন্য প্রেসিডেন্ট পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত।
এর আগে মঙ্গলবার সকালে ফিক্সিংয়ের বিষয়ে মুকুল মুদগালের দেওয়া তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে এ কে পাতনায়েক ও ফাক্কির মোহামেদ ইব্রাহিম খলিফুল্লার সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এ রায় প্রদান করেন।
আগামী ২৭ মার্চ পর্যন্ত মামলাটি মূলতবি রাখা হয়েছে।