ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৬ রানে তিন উইকেট পতনের পর মুশফিক ও এনামুল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৫১ রানে সাজঘরে ফেরেন এনামুল। এরপর ৮ রানের ব্যবধানে আরো ৩ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ ওভারে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্যামুয়েল বদরি এবং দুই উইকেট নেন স্যান্তোকি।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৭১ রান সংগ্রহ করে। ডোয়াইন স্মিথ এবং ক্রিস গেইলের ব্যাটিং দৃঢ়তায় ভাল অবস্থানে পৌঁছে যায় ক্যারিবীয়রা। দলের ৯৭ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। পুরো ইনিংসে বাংলাদেশের বোলিং চাপের মধ্যে থাকলেও শেষ ওভারে ৪ উইকেটের পতনে কিছুটা স্বস্তি পায় বোলাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান সংগ্রহ করেন স্মিথ। অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতেই জিয়ার বলে দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে গেইলকে সাজঘরে ফেরালেন তামিম। এরপর আল-আমিন হোসেন ইনিংসের শেষ ওভারে নিয়েছেন তিন উইকেট।