টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে পুরুষদের আজ কোনো খেলা নেই। কিন্তু সিলেটে মহিলাদের দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অর্থাৎ সালমাদের বিশ্বকাপের মিশন আজ থেকেই শুরু হচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে অধিনায়ক সালমা টার্গেট হিসেবে সেমিফাইনালের কথা বলছিলেন। গতকালও জানান প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই শক্তিশালী। কিন্তু লক্ষ্য আমাদের থাকবে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করা। ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করেছিল। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তারাও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। বিশ্বকাপের আগে সালমারা ভারত ও পাকিস্তানের সঙ্গে টি-২০ সিরিজ খেললেও জিততে পারেনি। অথচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ভালোই করেছিলেন সালমারা। ২৮ মার্চ বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ৩০ মার্চ ভারত ও ১ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। অর্থাৎ গ্রুপে তুলনামূলকভাবে সবাই শক্তিশালী। এ অবস্থায় সালমারা কত দূর যেতে পারবেন সেটাই দেখার বিষয়। আজকের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হবে। ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে যায়।