বুকের গহিন থেকে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস! নিস্তেজ হয়ে আসছে শরীরের স্নায়ুগুলো। টি-২০ ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হারে বেদনার ভার লাঘব করার আগেই ক্লান্ত-শ্রান্ত অধিনায়ক মুশফিককে দাঁড়াতে হলো কাঠগড়ায়। সংবাদ সম্মেলনের সেই কাঠগড়ায় আরও একবার আত্মপক্ষ সমর্থন করলেন অধিনায়ক মুশফিক।
যুদ্ধক্ষেত্রে পরাজিত দলের সেনাপতির কি ব্যাখ্যা থাকতে পারে? পরিকল্পনা কাজে লাগেনি, আমরা নিজেদের মতো লড়াই করতে পারিনি কিংবা প্রতিপক্ষ আজ ধারণার চেয়েও বেশি শক্তি প্রদর্শন করেছে- এসব! টাইগার অধিনায়ক তাই করলেন। তিনি বললেন, ‘আমরা সাকিবকে দেরিতে বোলিংয়ে এনেছিলাম গেইলের কথা মাথায় রেখে। কিন্তু পরিকল্পনাটা কাজে লাগেনি।’ সাকিবকে ১৩ নম্বর ওভারে আনার ব্যাখ্যা দেন মুশফিক। সে না হয় গেল। কিন্তু বাংলাদেশের সমস্যাটা কোথায়! মিডিয়ার চাপ? বোর্ডের পক্ষ থেকে কঠোর কোনো পদক্ষেপের ভয়! নাকি দর্শক চাহিদা মেটানোর তাগাদা? ‘সমস্যাটা ঠিক কোথায় আমরাও খুঁজে পাচ্ছি না। তবে চাপ তো সব সময়ই থাকে।’ মুশফিকের কথায় অবশ্য বুঝা গেল, চাপ কোনো সমস্যা নয়। তাহলে কি আত্মবিশ্বাসে চির ধরেছে? স্বীকার করেন মুশফিক। দলগত বাজে পারফরম্যান্সই টাইগারদের বারবার ঠেলে দিচ্ছে হারের দিকে, ‘আমরা গত দুই বছর যেমন ক্রিকেট খেলেছি, এখন সেটা পারছি না। ৫/৬ জন পারফরমার ছিল। তারা এখন পারফর্ম করতে পারছে না।’ মুশফিক এই ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি জানালেন, স্বাভাবিক খেলায় ফেরার চেষ্টাই করে চলেছে বাংলাদেশ। কালকের ম্যাচটা দেখে অবশ্য অধিনায়কের কথার সত্যতা পাওয়া কঠিন। ব্যাট-বলের ব্যর্থতা না হয় সময়ের ব্যাপার। কিন্তু ফিল্ডিং? ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ের কি ব্যাখ্যা দিবেন মুশফিক? সংবাদ সম্মেলনে অবশ্য কালকের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ফিল্ডিংকেই দাঁড় করালেন অধিনায়ক, ‘আমরা মিস ফিল্ডিংয়ের কারণে অন্তত ২০ রান বেশি দিয়েছি।’ কিন্তু ২০ রান কম দিলেই কি ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকত! জবাব নেই অধিনায়কের। ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। অসংখ্য স্মৃতির জালে বোনা দিনটি গৌরবেরও। লাখো বীরের গৌরবগাঁথা লেখার দিন আজ। এমন দিনের আগের রাতটাকে সামনে রেখে টাইগাররা আরও একটি গৌরবগাঁথা লিখতে পারতেন। কিন্তু পারেননি। আরও একবার অশ্র“সিক্ত নয়নে স্টেডিয়াম থেকে ফিরতে হলো দর্শকদের।
শিরোনাম
- ৩ মে রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ
- আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
- ২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা
- শুল্কনীতির প্রভাবে মার্কিন অর্থনীতি সংকুচিত, বাইডেনকে দুষলেন ট্রাম্প
- চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালিত
- ‘বিএনপি অতীতের সকল সময়ের চেয়ে বেশি শক্তিশালী’
- সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
- শ্রম-শ্রমিক এই দুইয়ের উপরেই আজকের আধুনিক সভ্যতা
- শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
- চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- বিশ্বে প্রথমবার দুই রোবটের বক্সিং ম্যাচ
- নোয়াখালীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে শ্রমিক দিবস পালিত
- বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি : প্রধান উপদেষ্টা
- বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে ডে লং ট্যুর ও নতুন কমিটি
- শরীর ঠাণ্ডা রাখবে মাটির পাত্রের পানি
- প্রতিদিন ব্রকলি খেলে যেসব উপকার
- চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
- খাগড়াছড়িতে নানা আয়োজনে মে দিবস পালিত
- গোপালগঞ্জে সেফটি দিবস পালিত
- মানিকগঞ্জে মহান মে দিবস পালিত
সমস্যা ধরতে পারছেন না মুশফিক!
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর