বুকের গহিন থেকে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস! নিস্তেজ হয়ে আসছে শরীরের স্নায়ুগুলো। টি-২০ ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হারে বেদনার ভার লাঘব করার আগেই ক্লান্ত-শ্রান্ত অধিনায়ক মুশফিককে দাঁড়াতে হলো কাঠগড়ায়। সংবাদ সম্মেলনের সেই কাঠগড়ায় আরও একবার আত্মপক্ষ সমর্থন করলেন অধিনায়ক মুশফিক।
যুদ্ধক্ষেত্রে পরাজিত দলের সেনাপতির কি ব্যাখ্যা থাকতে পারে? পরিকল্পনা কাজে লাগেনি, আমরা নিজেদের মতো লড়াই করতে পারিনি কিংবা প্রতিপক্ষ আজ ধারণার চেয়েও বেশি শক্তি প্রদর্শন করেছে- এসব! টাইগার অধিনায়ক তাই করলেন। তিনি বললেন, ‘আমরা সাকিবকে দেরিতে বোলিংয়ে এনেছিলাম গেইলের কথা মাথায় রেখে। কিন্তু পরিকল্পনাটা কাজে লাগেনি।’ সাকিবকে ১৩ নম্বর ওভারে আনার ব্যাখ্যা দেন মুশফিক। সে না হয় গেল। কিন্তু বাংলাদেশের সমস্যাটা কোথায়! মিডিয়ার চাপ? বোর্ডের পক্ষ থেকে কঠোর কোনো পদক্ষেপের ভয়! নাকি দর্শক চাহিদা মেটানোর তাগাদা? ‘সমস্যাটা ঠিক কোথায় আমরাও খুঁজে পাচ্ছি না। তবে চাপ তো সব সময়ই থাকে।’ মুশফিকের কথায় অবশ্য বুঝা গেল, চাপ কোনো সমস্যা নয়। তাহলে কি আত্মবিশ্বাসে চির ধরেছে? স্বীকার করেন মুশফিক। দলগত বাজে পারফরম্যান্সই টাইগারদের বারবার ঠেলে দিচ্ছে হারের দিকে, ‘আমরা গত দুই বছর যেমন ক্রিকেট খেলেছি, এখন সেটা পারছি না। ৫/৬ জন পারফরমার ছিল। তারা এখন পারফর্ম করতে পারছে না।’ মুশফিক এই ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি জানালেন, স্বাভাবিক খেলায় ফেরার চেষ্টাই করে চলেছে বাংলাদেশ। কালকের ম্যাচটা দেখে অবশ্য অধিনায়কের কথার সত্যতা পাওয়া কঠিন। ব্যাট-বলের ব্যর্থতা না হয় সময়ের ব্যাপার। কিন্তু ফিল্ডিং? ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ের কি ব্যাখ্যা দিবেন মুশফিক? সংবাদ সম্মেলনে অবশ্য কালকের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ফিল্ডিংকেই দাঁড় করালেন অধিনায়ক, ‘আমরা মিস ফিল্ডিংয়ের কারণে অন্তত ২০ রান বেশি দিয়েছি।’ কিন্তু ২০ রান কম দিলেই কি ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকত! জবাব নেই অধিনায়কের। ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। অসংখ্য স্মৃতির জালে বোনা দিনটি গৌরবেরও। লাখো বীরের গৌরবগাঁথা লেখার দিন আজ। এমন দিনের আগের রাতটাকে সামনে রেখে টাইগাররা আরও একটি গৌরবগাঁথা লিখতে পারতেন। কিন্তু পারেননি। আরও একবার অশ্র“সিক্ত নয়নে স্টেডিয়াম থেকে ফিরতে হলো দর্শকদের।
শিরোনাম
- ‘জুলাই শহিদদের বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’
- চট্টগ্রামে জুলাই আন্দোলনের মামলার প্রথম চার্জশিট দিল পুলিশ
- চট্টগ্রামে সাপের কামড়ে দুইজনের মৃত্যু
- সিলেটে রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ
- জুলাইয়ের মায়েরা কাঁদলেন, কাঁদালেন
- ‘পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে’
- এবার শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া
- ফ্যাসিবাদবিরোধী ঐক্য না থাকলে সকল অর্জন ব্যর্থ হবে: নজরুল ইসলাম খান
- দক্ষিণ আফ্রিকায় এক হাজার অবৈধ অভিবাসী খনি শ্রমিক গ্রেফতার
- হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- ঐক্যের বিকল্প নেই, ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে দুঃস্বপ্ন : ডা. জাহিদ
- নেত্রকোনায় রেমিট্যান্স যোদ্ধা দিবস ও সম্মাননা প্রদান
- সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : আমীর খসরু
- ইলন মাস্কের টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা
- যশোরে জুলাই শহীদদের স্মরণে ড্যাব’র ফ্রি মেডিকেল ক্যাম্প
- মির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, নারীসহ গ্রেপ্তার ৬
- ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩
- জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
- যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা: পারমাণবিক সাবমেরিন শক্তিতে কে এগিয়ে?
- ঠাকুরগাঁওয়ে জুলাই আন্দোলনের স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়লেন শহীদদের মায়েরা
সমস্যা ধরতে পারছেন না মুশফিক!
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর